• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

জানেন কি, কয় শ্যালিকার দুলাভাই ভিকি!


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৩, ২০২১, ১২:১৯ পিএম
জানেন কি, কয় শ্যালিকার দুলাভাই ভিকি!

ছবি : ‘মিস ইউনিভার্স’ হারনাজ সান্ধু

অতিসম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছে। দু’জনকে তো অনেকেই চেনেন। তবে জানেন কি, ক্যাটের সঙ্গে বিয়ের পর ৬ শ্যালিকার দুলাভাই হয়েছেন ভিকি?

সানি কৌশল নামে এক ভাই থাকলেও ভিকির দিদি বা বোন নেই। তবে ক্যাটরিনার বাড়িতে তেমনটা নয়। বরং দাদা-দিদি-বোন মিলিয়ে ক্যাটরিনারা মোট ৮ জন। তার মধ্যে ৬ জন ভিকির শ্যালিকা।
 

ছবি : ক্যাটরিনা কাইফ এবং তার মা ও ছোট বোন

রাজস্থানের সোয়াই মাধোপুরে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে রাজস্থানের সোয়াই মাধোপুরের প্রাসাদোপম দুর্গে ৯ ডিসেম্বর বিয়েতে হাজির ছিলেন দুপক্ষের পরিবার

ছয় শ্যালিকা ছাড়াও ভিকির এক শ্যালকও রয়েছে। ফার্নিচার ডিজাইন অ্যান্ড ক্রাফ্ট নিয়ে পড়াশোনা করেছেন ক্যাটরিনার দাদা সেবাস্তিয়ান লরাঁ মিখেল।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!