• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

বিয়ে করলেন নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৩, ২০২১, ০৫:৫২ পিএম
বিয়ে করলেন নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ

ছবি : সংগৃহীত

ঢাকা : সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। কিছুদিন আগেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিলো। তবে সেসময় তারা দুজনই প্রেমের বিষয়টি এড়িয়ে যান।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন সুবাহ। তিনি গায়ে হলুদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তার ভাষ্য, 'হ্যাঁ আমাদের গায়ে হলুদ হয়েছে।' তবে কবে হয়েছে সেটি জানাননি। এমনকি বিয়ে কবে হয়েছে এ প্রশ্নের জবাবও এড়িয়ে গেছেন তিনি।

একটি সূত্র জানাচ্ছে সুবাহ ও ইলিয়াস কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় কাছের কয়েকজন মানুষ ছিলেন। ইলিয়াস ও সুবাহ এখন রাজধানীর বনানী এলাকায় একসঙ্গেই সংসার পেতেছেন।

বিজয় দিবস উপলক্ষে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সুবাহ-ইলিয়াস। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে নবাগত এই নায়িকা লিখেছেন, 'আমাদের বিজয় দিবস'। তার এমন পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন বলেন, 'ওর (সুবাহ) সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। আমরা দুজন খুব ভালো বন্ধু। দুজনের বোঝাপোড়াটাও ভালো।'

তিনি আরও বলেন, 'মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। সেই ছবি সুবাহ পোস্ট করেছে। আপাতত এর বাইরে আর কোনো সম্পর্ক নেই।'

প্রসঙ্গত, নবাগত নায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

সোনালীনিউজ/এমএমএইচ

Wordbridge School
Link copied!