• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

লাইফ সাপোর্টে অভিনেতা তুষার খান


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৩, ২০২২, ০৩:০১ পিএম
লাইফ সাপোর্টে অভিনেতা তুষার খান

ছবি : অভিনেতা তুষার খান

ঢাকা : সবসময়ের সদাহাস্য মুখের জনপ্রিয় অভিনেতা তুষার খান অসুস্থ। ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে তার। অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শনিবার (২২ জানুয়ারি) গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘তুষার ভাই গত চার পাঁচদিন ধরে অসুস্থ বোধ করছিলেন। অবস্থা খানিকটা বেগতিক হওয়ায় গতকাল রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে উনাকে। তুষার ভাইয়ের ফুসফুস সংক্রমিত হয়েছে। কাঁশি আছে। কথা বলতেও সমস্যা হচ্ছে।’

এদিকে তুষার খানের জন্য দোয়া চেয়ে অনেক শিল্পী-পরিচালকরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন, ‘ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক প্রার্থনা করি আমাদের সবার প্রিয় তুষার ভাইকে সুস্থ করে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরিয়ে দিক। যেন ভাইয়ের সাথে মন খুলে না বলা আরো অনেক কথা বলতে পারি, শুনতে পারি।’

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!