• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বিজয়ী হয়ে যা বললেন ডিপজল


বিনোদন প্রতিনিধি  জানুয়ারি ৩০, ২০২২, ০৪:০৫ পিএম
বিজয়ী হয়ে যা বললেন ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল

ঢাকা: নতুন নেতৃত্ব পেল চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ২১৯ ভোট ও মাসুম পারভেজ রুবেল ১৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে ১৫৬ ভোট পেয়ে হেরেছেন রিয়াজ ও ১১২ ভোট পেয়ে হেরেছেন ডি এ তায়েব।

ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

শনিবার (২৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নব-নির্বাচিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ডিপজল লিখেছেন, 'শিল্পী সমিতির নব-নির্বাচিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিল্পী সমিতির সকল সদস্যকে ধন্যবাদ মূল্যবান ভোট দিয়ে আমাকে সহ-সভাপতি নির্বাচিত করায়।'

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!