• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

এবার তামিল সিনেমায় সালমান খান


বিনোদন ডেস্ক মার্চ ১৭, ২০২২, ১২:২১ পিএম
এবার তামিল সিনেমায় সালমান খান

ঢাকা : বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে এবার তামিল ছবিতে দেখা যাবে। ভারতের দক্ষিণী সিনেমার তারকা চিরঞ্জীবী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় বুধবার সালমান খান ও চিরঞ্জীবীর একটি ছবি প্রকাশ করা হয়। যাব় মাধ্যমে জানা যায়, 'গডফাদার' দিয়ে তামিল ছবির জগতে পা রাখছেন সালমান।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় দক্ষিণী তারকা চিরঞ্জীবী সালমান খানকে স্বাগত জানিয়ে লিখেছেন— 'গডফাদার' ছবির টিমে তোমাকে স্বাগত সালমান খান। তোমার আগমন সবাইকে আরও উজ্জীবিত করে তুলেছে। পরবর্তী পদক্ষেপের জন্য আর অপেক্ষা করতে পারছি না। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করব— এটিই অসাধারণ আনন্দের। দর্শকদের কাছে তোমার উপস্থিতি নিঃসন্দেহে জাদু তৈরি করে।'

জানা গেছে, 'গডফাদার' ছবিতে সালমান খান, চিরঞ্জীবী ছাড়াও দেখা যেতে পারে দক্ষিণী অভিনেতা রামচরণ ও অভিনেত্রী নয়নতারাকে।

জানা গেছে, 'গডফাদার' ছবিটি আসলে তেলেগু ছবি ' লুসিফার '-এর রিমেক।

প্রসঙ্গত, সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় 'টাইগার থ্রি' ছবির একটি বিশেষ ভিডিও পোস্ট করেন সালমান খান।  সঙ্গে লেখেন— 'আমরা সবাই নিজের নিজের খেয়াল রাখি। টাইগার থ্রি আসছে আগামী বছর ঈদে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!