• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শপথের পর ইলিয়াস কাঞ্চনের পায়ে হাত দিয়ে সালাম করলেন রিয়াজ


বিনোদন ডেস্ক এপ্রিল ৭, ২০২২, ০১:২৬ পিএম
শপথের পর ইলিয়াস কাঞ্চনের পায়ে হাত দিয়ে সালাম করলেন রিয়াজ

ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে কার্যকরী পরিষদের সদস্য পদে অন্তর্ভূক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ।  

বুধবার (৬ এপ্রিল) বিকালে শপথ নিয়েছেন তিনি।  সমিতির স্টাডিরুমে তাকে শপথ পড়ান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।  শপথ নেওয়ার পরে ইলিয়াস কাঞ্চনের পায়ে হাত রেখে সালাম করেন এই চিত্রনায়ক।

রিয়াজ সমিতির সদস্য পদে চিত্রনায়িকা রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন।  কমিটিতে কাজ করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত রিয়াজ।  ‘শপথ নিলাম। এই কমিটি তাদের কার্যকরী পরিষদের সদস্যপদে আমাকে নিয়েছেন। এটি আমার জন্য অনেক সম্মানের। একটি চমৎকার প্যানেলের সঙ্গে আমি শপথ নিয়েছি।’

কমিটিতে রিয়াজকে পেয়ে আনন্দিত কার্যকরী পরিষদের সদস্যরা।

গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠান রোজিনা। ২৬ মার্চ সমিতির প্রথম মিটিংয়ে রোজিনার পদত্যাগপত্রটি গৃহীত হয়। এরপর গঠনতন্ত্র মোতাবেক রিয়াজকে ওই পদে নেওয়া হয়। আজ তাকে শপথ পড়ানো হলো।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জনা, আরমান, অমিত হাসান, ফেরদৌস, শাহনুর, জাদু আজাদ, সাইমন সাদিক, কেয়া, ইমন কমিটির অনেকে। তবে মিশা-জায়েদ প্যানেলের অঞ্জনা ছাড়া বাকি কোনো বিজয়ী সদস্য শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!