• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সমুদ্রের তীরে কাটবে পরীমনির ঈদ


বিনোদন প্রতিবেদক মে ২, ২০২২, ১১:৩৬ পিএম
সমুদ্রের তীরে কাটবে পরীমনির ঈদ

স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হককে নিয়ে পরী উড়াল দিয়েছেন কক্সবাজার।

ঢাকা : ঈদ কাঁটাতে প্রিয়জনদের সঙ্গে নিয়ে সমুদ্র পাড়ে গেছেন চিত্রনায়িকা পরীমনি।

সোমবার (২ মে) ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি শেয়ার করেছেন।

সেখানে দেখা যায়, স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হককে নিয়ে পরী উড়াল দিয়েছেন কক্সবাজার।

ছবিতে পরী ও রাজকে কালো পোশাকে দেখা যায়। যদিও নায়িকার নানার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবী।

ছবিগুলোর ক্যাপশনে পরী লিখেছেন: ঈদের ছুটি।

যদিও এই নায়িকা কোথায় যাচ্ছেন সে কথা উল্লেখ করেননি। তবে তিনি বিমানের টিকিটের ছবি যুক্ত করেছেন পোস্টে। সেখানে গন্তব্য কক্সবাজার লেখা রয়েছে। অর্থাৎ এবারের ঈদ কাছের দুই মানুষকে নিয়ে সমুদ্রের তীরে কাটাবেন পরীমনি।

এটিই হতে যাচ্ছে পরীমনি ও রাজ দম্পতির প্রথম ঈদ। গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেন তারা। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখও দারুণভাবে উদযাপন করেছেন রাজ ও পরীমনি। সেদিন তারা ইফতার করেছেন জলের ওপর নৌকায় বসে। ইচ্ছেমতো ঘুরেছেন চাঁদের আলো মাখা রাতে।

পরীমনি ও রাজ জুটি বেঁধে কাজ করেছেন ‘গুণিন’ সিনেমায়। এই সিনেমায় কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন দুজন। বর্তমানে পরীমনি অন্তঃসত্ত্বা। গত ১০ জানুয়ারি খবরটি প্রকাশ করেন এই নায়িকা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!