• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শরীরে আগের মতো জোর নেই: আনুশকা


বিনোদন ডেস্ক মে ১৪, ২০২২, ০৪:৪৭ পিএম
শরীরে আগের মতো জোর নেই: আনুশকা

আনুশকা শর্মা। ছবি: এনডিটিভি

ঢাকা  : শাহরুখ খানের বিপরীতে ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘জিরো’সিনেমায় সর্বশেষ আনুশকা শর্মাকে দেখা গেছে। তারপর থেকে চার বছর ধরে সিলভার স্ক্রিনে আনুশকার দেখা মিলছে না।

এ নায়িকার ভক্তরা তাকে সিনেমায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তবে গত কয়েক বছরে পুরোদস্তুর পালটে গেছে আনুশকার জীবন। এখন তিনি কেবল নায়িকা নন। তিনি একজন দায়িত্বশীল মা। ভামিকার জন্ম দেওয়ার পর অভিনয়ের জগতে ফিরে যথেষ্ট ভয়ে রয়েছেন অভিনেত্রী। চার বছরের বিরতির পর ‘চাকদেহ এক্সপ্রেস’-এর সাথে কামব্যাক করছেন আনুশকা।

ভারতীয় নারী ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামীর বায়োপিক হতে চলেছে এই ছবি। আপাতত ক্রিকেট প্র্যাকটিসে ডুবে রয়েছেন আনুশকা।

তবে সম্প্রতি এই বলিউড নায়িকা নিজের শারীরিক সক্ষমতা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। তিনি জানান, তার শরীরে আগের মতো আর শক্তি নেই। জিমে আগে শরীরচর্চায় যতটা মনোযোগ দিতে পারতেন এখন তিনি সেভাবে শরীরচর্চা করতে পারছেন না।

আনুশকা বলেন, ‘আমার সবে একটা বাচ্চা হয়েছে, আমি এখন আর আগের মতো শক্তিশালী নই। ১৮ মাস ধরে কোনো রকম ট্রেনিং করিনি। আমার সত্যি সেই শারীরিক শক্তিটা নেই। ‘

প্রসিত রায় পরিচালিত ‘চাকদাহ এক্সপ্রেস’ সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!