• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

এবার বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ রাজের বিরুদ্ধে


বিনোদন ডেস্ক মে ১৯, ২০২২, ১১:৪২ এএম
এবার বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ রাজের বিরুদ্ধে

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। ফাইল ছবি

ঢাকা : পর্ন ছবি বানানোর মামলার সূত্রে এবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দেশটির সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পেশায় ব্যবসায়ী রাজের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৯ মে) মামলা রুজু করেছে আর্থিক অপরাধ সংক্রান্ত বিষয়ে তদন্তের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা।

গত বছরের জুলাই মাসে পর্ন ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। কয়েক মাস জেলে থাকার পরে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। রাজের বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। সেই ব্যবসায় আইন বহির্ভূতভাবে বহু টাকা লেনদেনের সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ইডির।

প্রসঙ্গত, পর্নকাণ্ডে ইতোমধ্যেই আদালতে রাজের বিরুদ্ধে এক হাজার ৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।

গত নভেম্বরে রাজ ও শিল্পার বিরুদ্ধে নিতিন গড়াই নামে এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন। পুলিশকে নিতিন জানান, কাসিফ খান নামে এক ব্যক্তি তার জিম ‘এসএফএল ফিটনেস’র সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন। কাশিফের সাথেই ছিলেন শিল্পা ও রাজ।

নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। কিন্তু কোনো প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ, শিল্পা বা তাদের সহকারী কাসিফ। নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে তাকে নানাভাবে ভয় দেখান রাজ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!