• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

স্থূলকায় নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা


বিনোদন প্রতিবেদক জুন ৩০, ২০২২, ০৩:১০ পিএম
স্থূলকায় নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা

ঢাকা : বিশ্বজুড়ে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স ইত্যাদি ক্যাটাগরিতে বহু প্রতিযোগিতা রয়েছে। আর তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে শুরু হয়েছে ব্যতিক্রম এক প্রতিযোগিতার। নাম দেওয়া হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’। এতে স্থূলকায় বা মোটা নারীরা অংশ নিচ্ছেন।

রিয়েল হিরোজ এক্স প্রো অ্যান্ড কমিউনিকেশনসের উদ্যোগে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। অডিশন ও গ্রুমিং পর্ব শেষে বর্তমানে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল সিলেকশন চলছে।

‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’ প্রতিযোগিতায় ৩০০ জন রেজিস্ট্রেশন করে অডিশন দেন। তাদের মধ্য থেকে ৭০ জন পরবর্তী রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পান।

অডিশনে বিচারক হিসেবে ছিলেন চিত্রনায়িকা রোজিনা, নির্মাতা চয়নিকা চৌধুরী, চিত্রনায়ক ইমনসহ আরো অনেকে।

ফাইনালে বিজয়ীকে ঢাকা টু দুবাই ট্যুরের ব্যবস্থা করা হবে। এছাড়া অভিনয়ের সুযোগসহ র‌্যাম্পে হাঁটার সুযোগ পাবেন বিজয়ীরা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!