ঢাকা : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। বিচিত্র ধরনের পোশাক পরার কারণে প্রায়ই আলোচনায় আসেন। এবার এক ব্যতিক্রম ফটোশুটের কারণে খবর হতে হলো তাকে।
সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’র এক ফটোশুটে তিনি পুরো নগ্ন হয়ে অংশ নেন। এরপর সেই ছবি প্রকাশ্যে আসলে শুরু হয় নেটমাধ্যমে আলোচনা-সমালোচনা।
তবে এবার ফটোশুটকে কেন্দ্র করে রণবীর পড়লেন আইনি ঝামেলায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে একটি সংগঠন। অভিযোগে বলা হয়েছে, তিনি ‘নারীদের ভাবাবেগে আঘাত’ করেছেন।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাই পুলিশের কাছে লিখিত আকারে অভিযোগ দাখিল হয়েছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।
খোলামেলা দৃশ্যে এটিই প্রথম নয় রণবীর। এর আগে ২০১৬ সালে বেফিকরে ছবির দৃশ্যে তাকে অর্ধনগ্ন দেখা গেছে।
যদিও নগ্ন হওয়া নিয়ে রণবীরের কোনো অসঙ্কোচ নেই। তিনি বলেছেন, ‘শারীরিকভাবে নগ্ন হওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’
সোনালীনিউজ/এমটিআই