Menu
ঢাকা: ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী কেউ কারো সাথে কথা বলেন না। দুজন দুজনাকে সবসময় এড়িয়ে চলেন। মূলত শাকিব খানকে কেন্দ্র করেই তাদের মধ্যে এই রেষারেষি। কারণ শাকিবের প্রথম স্ত্রী ছিলেন অপু। দ্বিতীয় স্ত্রী বুবলী।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে বুবলী তার ফেসবুকে শাকিব খানের দেয়া উপহারের ডায়মন্ডের নাকফুল নিয়ে একটি পোস্ট দিলে অপু বিশ্বাস খোঁচা দিয়ে লিখলেন,'কী যে মজা'। সাথে জুড়ে দিয়েছেন কয়েকটি হাসির ইমোটিকন।
অপুর খোঁচা মারার পর দিনই বুধবার (২৩ নভেম্বর) সকালে বুবলী তার ফেসবুকে লিখেছেন, ‘একজন হঠাৎ করেই বলে উঠল, 'আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেইসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে। এটাই তো আপনার মজা, তার শয়নে স্বপনে শুধুই আপনি। হাহাহা।'
সোনালীনিউজ/এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT