ঢাকা: দীর্ঘদিন ধরে সিনেমা থেকে অনেকটাই দূরে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। পরিচিত জনদের সাথেও খুব একটা দেখা সাক্ষাৎ নেই তার। গুঞ্জন রয়েছে তিনি মা হয়েছেন। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। কয়েক বছর ধরে নতুন কোনো ছবিতে তাকে দেখা যায়নি, তার কোনো ছবি মুক্তি পায়নি।
তবে ভক্তদের দীর্ঘ তিন বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ফিরছেন তিনবার জাতীয় পুরস্কার-জয়ী এই নায়িকা।
আগামী ২৩ ডিসেম্বর এই নায়িকার ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ২০১৯ সালে তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল।
এ প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু–তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর ছবি করবে কি না, সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কি না, সেটা জানা দরকার।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। এরপর আর পিছু তাকাতে হয়নি তাকে। দেড় শতাধিকের মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
সোনালীনিউজ/এ