• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘পদাতিক’-এ চঞ্চলের সাথে মনামী


বিনোদন ডেস্ক জানুয়ারি ৩, ২০২৩, ১২:২৪ পিএম
‘পদাতিক’-এ চঞ্চলের সাথে মনামী

চঞ্চল চৌধুরী ও মনামী ঘোষ। ছবি: সংগৃহীত

ঢাকা : এবার চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন মনামী ঘোষ। মৃণাল সেনের বায়োপিক তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। সিনেমার নাম 'পদাতিক'।

এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষকে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। শিগগিরই সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।

হইচইয়ের ‘মৌচাক’ সিরিজে বৌদির চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন ৩৮ বছর বয়সী মনামী।

টলিউডের অন্যতম স্টাইল আইকন মনামী ঘোষ। মাত্র ১৭ বছর বয়সে টেলিভিশনে কাজ করা শুরু করেন। এরপর টলিউডে বড় পর্দা এবং ওটিটিতে দাপিয়ে অভিনয় করছেন। ২৫টির উপর জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। দু-দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি।

‘সোনার হরিণ’, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন মনামী।

সিরিয়ালের বাইরে ‘মাটি’, ‘এক মুঠো ছবি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’র মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী; গত বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি।

রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর বিচারকের দায়িত্বেও দেখা গেছে তাঁকে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!