• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এবার যশের সঙ্গে ঋতুপর্ণা-নুসরাত


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০১:০২ পিএম
এবার যশের সঙ্গে ঋতুপর্ণা-নুসরাত

ঢাকা : দীর্ঘ বিরতি কাটিয়ে ফের কাজে ফিরছেন যশ দাশগুপ্ত। আর প্রথমবারের মতো কাজ করবেন ঋতুপর্ণার সঙ্গে। পাশাপাশি থাকবেন অফস্ক্রিন সঙ্গী নুসরাতও।

দেবরাজ সিংহের নতুন ছবি শিকারে দেখা যাবে তাদের। ছবির নাম থেকেই স্পষ্ট— এটি একটি থ্রিলার ঘরানার ছবি। এখানে উঠে আসবে এমন এক গ্রামের গল্প, যেখানে একটি বিরাট কেলেঙ্কারি ঘটে গেছে।

একটি গ্রাম ঘিরে আবর্তিত হবে গল্প। ছবিতে সরকারি অফিসারের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। পাশাপাশি তাকে এখানে একজন সিঙ্গেল মাদারের ভূমিকাতেও দেখানো হবে।

অন্যদিকে শিকারে যশের চরিত্রটা হবে খানিকটা রবিনহুড গোছের। তিনি সেই গ্রামের যারা বাসিন্দা, তাদের দেখভাল করে থাকেন। তাদের ভালোমন্দের দিকেও তার বিশেষ নজর থাকে। নুসরাত এখানে তার প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন। জানা গেছে, আগামী মাস থেকেই শুট শুরু হবে শিকারের।

এই ছবি প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ছবিতে আমার চরিত্রটা ভীষণই ইন্টারেস্টিং। আশা করি সব বয়সি দর্শকের কাছেই এ ছবিটি পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, যশের মতো নতুন প্রজন্মের শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে ভেবেই ভীষণ ভালো লাগছে।

একই অভিমত যশেরও। তিনি বলেন, এখন চিত্রনাট্য পড়ার কাজ চলছে। গল্পটা একদমই অন্যরকম। তবে এ ছবিতে ঋতু দির সঙ্গে কাজ করতে পারব ভেবেই দারুণ খুশি আমি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!