• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক অর্জনের জন্য দেশীয় স্বীকৃতি বাঁধনের


বিনোদন ডেস্ক মার্চ ৬, ২০২৩, ১০:৪৩ এএম
আন্তর্জাতিক অর্জনের জন্য দেশীয় স্বীকৃতি বাঁধনের

ঢাকা : অভিনীত আজমেরী হক বাঁধন ও তার অভিনীত ছবি 'রেহানা মরিয়ম নূর' বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা দিয়েছে। বাঁধন পেয়েছেন এশিয়া প্যাসিফিকসহ নানা পুরস্কার। এবার এই তারকার আন্তর্জাতিক স্বীকৃতিকে বাংলাদেশে স্বীকৃতি দেওয়া হলো।

নতুনধারা প্রেজেন্টস বাইফা অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে বাঁধন পেয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। পুরস্কারের গ্রহণ করতে বাঁধন এসেছিলেন জলপাই রঙের মসলিনের নান্দনিক ডিজাইনের শাড়ি পরে। তাকে দেখেই সবাই খুশি হয়ে যায়। বাঁধনের পোশাকটি ডিজাইন করেছেন তরুণ ডিজাইনার সনি রহমান।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে বাঁধন বলেন, 'আমি এ আয়োজনের অংশ হতে পেরে মুগ্ধ। দেশের বিখ্যাত অনেক শিল্পীর মিলনমেলা দেখতে পেলাম। আর বিদেশের মাটিতে আমার সিনেমা বা আমি যে সম্মান অর্জন করেছি সেটিতো দেশের সিনেমারও অর্জন। সেই অর্জনকে দেশে স্বীকৃতি দেওয়া হয়েছে, বিষয়টি আমার কাছে খুবই ভালোলাগার অনুভূতি দিয়েছে।'

বাঁধন ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বাইফা অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের স্বনামধন্য তারকারা। সেরা অনুপ্রেরণাদায়ক তারকা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন নন্দিত অভিনেত্রী রুনা খান। এ ছাড়া পুরস্কার পেয়েছেন শরিফুল রাজ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, নিরব, রোশান, নাযিফা তুষি, সহিদ রাহমান, ইরফান সাজ্জাদ, মেহজাবীন চৌধুরী, অপূর্ব, ইয়াস রোহান, দীঘি, মমতাজ, কোনাল, স্বপ্নীল সজীব, রাজা বশির ও হুমায়েরা বশির, ইভান শাহরিয়ার সোহাগ, দেশি পোশাকের সেরা ফ্যাশন ডিজাইনার মেজবাউল আলম সাজু, কেয়া পায়েল ও সামিরা খান মাহি, তানজিয়া জামান মিথিলা, নিবিড় আদনান, তারিন জাহান, নাঈম-নাদিয়া প্রমুখ।

গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হলো বাইফা অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসর। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। মঞ্চে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী খালিদ এমপি এবং বাইফার আয়োজক শাহরিয়ার স্বপন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!