• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফের শাকিব খানকে নিয়ে যা বললেন পূজা


বিনোদন ডেস্ক মার্চ ৯, ২০২৩, ১২:০৩ পিএম
ফের শাকিব খানকে নিয়ে যা বললেন পূজা

ঢাকা : শাকিব খানের আসন্ন সিনেমা ‘মায়া’ থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। এ ঘটনায় অনেকেই মনে করেন শাকিবকে অসম্মান করা হয়েছে। এ বিষয় এবার মুখ খুললেন পূজা।

তিনি জানান, শাকিবকে অসম্মান করে কোনো কথা বলেননি তিনি।

বুধবার (৮ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান পূজা।

মায়া সিনেমার বিষয় জানতে চাইলে তিনি পূজা বলেন, ‘যে অভিনেতা-অভিনেত্রী কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু অনেকে অনেক দিক থেকে বলছে, ওকে বাদ দেওয়া হবে, ওকে নেওয়া হবে, ওটা আসলে একজন অভিনেতা-অভিনেত্রীর জন্য অনেক বেশি অসম্মানজনক। এটি আমি কখনই চাই না।’

অভিনেত্রী বলেন, ‘এই জায়গাটাও আমি ক্লিয়ার করতে চাই। আমি কাউকে অসম্মান করে কোনো কথা বলতেও চাইনি এবং বলিনি। আমি দেখেছি, অনেকেই শাকিব খানের নাম বলছিল, আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করে কথা বলা, আমার কোনো অধিকারই নেই, এটি আমি বলতে পারব। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি যে এই মুভিতে চুক্তিবদ্ধ হইনি।’

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে পূজা লেখেন— ‘বেশ কিছু অনলাইনে দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’

সেই সঙ্গে শাকিবের নাম উল্লেখ না করে পূজা লেখেন— ‘যদি গল্প পছন্দ হয়, তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে ‘গলুই’ সিনেমা করতে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায় পূজার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!