• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অস্কারের সেরা গান: ‘আরআরআর’এর নাটু নাটু


বিনোদন ডেস্ক মার্চ ১৩, ২০২৩, ১২:৩৮ পিএম
অস্কারের সেরা গান: ‘আরআরআর’এর নাটু নাটু

ঢাকা : সেরা মৌলিক গানের অস্কার জিতে নিয়ে আরেক ইতিহাস গড়ল ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির ‘আরআরআর’- সিনেমার ‘নাটু নাটু’ গানটি।

রোববার (১২ মার্চ) সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫ তম অস্কার আসরের পুরস্কার বিতরণী হয়। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

গত জানুয়ারিতে ‘নাটু নাটু’ গানটি সিনেমায় সেরা মৌলিক গানের গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিলে দুনিয়াজুড়ে শোরগোল পড়ে যায়। এবারের অস্কার মঞ্চে গানটি পরিবেশনও করা হয়।

তেলেগু ভাষায় গানটি লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। প্রবীণ সংগীত পরিচালক এমএম কিরাভানির সুরে কণ্ঠ দিয়েছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল অ্যাপ্লজ (ডায়েন ওয়ারেন), হোল্ড মাই হ্যান্ড (লেডি গাগা ও ব্লাড পপ), লিফট মি আপ (রিয়ানা, টেমস, রায়ান কুগলার, লুদবিগ ইওরানসন), দিস ইজ আ লাইফ (রায়ান লট, ডেভিড বায়ার্ন ও মিৎসকি) এর মত চারটি জনপ্রিয় গান। তবে নাটু নাটুর রাতে বাধা হতে পারেনি কেউ।

রোববার রাতে নাটু নাটুর হাত ধরে দ্বিতীয় অস্কার পেয়েছে ভারত। এর আগে স্বল্পদৈর্ঘ্যে তথ্যচিত্র বিভাগে ভারতীয় সিনেমা ‘দ্যা এলিফেন্ট হুইসপারস’ অস্কার জিতে নেয়।

আর পরিচালক কার্তিকি গনসালভেসের ৪১ মিনিটের তথ্যচিত্র ‘দ্য এলিফেন্ট হুইসপারসে এক হাতির সাথে আদিবাসী দম্পতির মায়ার বন্ধনে জড়িয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!