• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘টাইগার-৩’ তে থাকছেন হৃতিকও!


বিনোদন ডেস্ক এপ্রিল ১৩, ২০২৩, ০৩:০৮ পিএম
‘টাইগার-৩’ তে থাকছেন হৃতিকও!

ঢাকা : সালমান খানের ‘টাইগার-৩’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে। এ কথা সবারই জানা। একটি অ্যাকশন সিকোয়েন্সে দেখা মিলবে এই এই দুই খানকে। এছাড়াও দেখা দেবেন হৃতিক রোশন। বিশ্ব জুড়ে তিনজন শীর্ষ অ্যাকশন ডিরেক্টর এই সিকোয়েন্সটির পরিচালনা করবে বলে জানা গেছে। তারা হলেন ফ্রাঞ্জ স্পিলহাউস, পারভেজ শেখ এবং সে-ইয়ং ওহ।

টাইগার-৩’র নির্মাতারা অ্যাকশন সিকোয়েন্সটিকে বিনোদনমূলক করার চেষ্টা করছেন। ইয়াশ রাজ ফিল্ম স্পাই ইউনিভার্স ব্যানারে যা কিনা প্রথমবারের মতো হতে চলছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এই মহাকাব্যিক অ্যাকশন সিকোয়েন্স দর্শকদের মনে প্রভাব ফেলবে। এ জন্য তারা বিশ্বখ্যাত তিনজন অ্যাকশন ডিরেক্টরকে দিয়ে সিকোয়েন্সটি পরিচালনা করাবে। চমক হিসেবে হৃতিক রোশনকেও দেখা যাবে। টাইগার-৩-তে টাইগার চরিত্রে সালমান খান তো থাকছেনই। শাহরুখ খানকে পাঠান চরিত্রেই দেখা যাবে এই সিনেমাতে। অন্যদিকে, হৃতিক রোশনকে দেখা যাবে ওয়ার সিনেমার কবির চরিত্রে।

চলতি বছরের ১০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টাইগার-৩’। সূত্র- টাইমস অব ইন্ডিয়া

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!