• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রোজা রেখে কেক খেয়ে অনন্ত জলিল বললেন, হায় হায়, আমি তো রোজা (ভিডিও)


বিনোদন প্রতিনিধি এপ্রিল ১৭, ২০২৩, ০৩:৪৮ পিএম

ঢাকা : ১৯৭৭ সালের ১৭ এপ্রিল মুন্সিগঞ্জে জন্ম হয়েছিল অভিনেতা, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন। জন্মদিন উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) এক অনুষ্ঠানের আয়োজন করে অনন্ত জলিল। আয়োজিত অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  

ভিডিওতে দেখা যায়, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটেন আলোচিত এ অভিনেতা। এসময় প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই- রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা। ’ 

সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি অনেকে স্বাভাবিক হিসেবে নিলেও কেউ বলছেন ভিন্ন কথা।

এবার ঈদে বর্ষাকে নিয়ে অনন্ত হাজির হচ্ছেন নিজস্ব প্রযোজনারই বাইরে প্রথম সিনেমা। এর পরিচালক ও প্রযোজক মো. ইকবাল। গত ১৩ এপ্রিল রাত ৮টায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সিনেমার টিজার প্রকাশ করা হয় ইন্টারনেট মাধ্যমে। পোস্ট দেওয়া হয় ফেসবুকে অনন্ত ভেরিফায়েড পেজে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!