• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিয়ে করছেন সামান্থা?


বিনোদন ডেস্ক মে ৩, ২০২৩, ০১:৫৯ পিএম
বিয়ে করছেন সামান্থা?

ঢাকা : বিচ্ছেদের পর অনেকটাই ভেঙে পড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপর শারীরিক অসুস্থতা এবং কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করলেও প্রেম-বিয়ে যেন পিছু ছাড়ছে না তার। সম্প্রতি আবারও শিরোনামে এলেন তিনি।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থার মঙ্গলসূত্র পরা একটি ছবি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করে অভিনেত্রীর প্রেমজীবন নিয়ে। অনেকেই মনে করছেন লুকিয়ে বিয়ে করে ফেলেছেন এই অভিনেত্রী। নেটদুনিয়ায় ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিষয়টি খুব বেশিদূর না গড়াতেই অনুরাগীদের আশ্বস্ত করে জানানো হয়, একটি ছবির জন্য চরিত্রের জন্য ‘বিবাহিত’ লুকে ধরা দিয়েছেন সামান্থা।

দক্ষিণী তারকা অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘কুশি’ ছবিতে অভিনয় করছেন সামান্থা। ওই ছবিতেই বিবাহিতা নারীর চরিত্রে দেখা যাবে তাকে। সেই ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তা দেখেই ধাঁধায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা।

ছবির নির্মাতারা অবশ্য পরে জানান, বাস্তবে মঙ্গলসূত্র পরেননি সামান্থা, চরিত্রের প্রয়োজনেই এমন সাজ সেজেছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!