• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারলেন পরিণীতি


বিনোদন ডেস্ক মে ১৪, ২০২৩, ০১:১৪ পিএম
রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারলেন পরিণীতি

ঢাকা : অবশেষে ভালোবেসে বাগদান পর্ব সারলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। শনিবার (১৩ মে) দিল্লির সরকারি আবাসনেই পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে আংটিবদল করলেন এই বলিউড সুন্দরী ও দেশের তরুণ রাজনীতিবিদ।

অবশ্য রাজনৈতিক নেতা এবং বলিউড নায়িকার প্রেম নতুন কিছু নয়। জানা গেছে, তারা লন্ডন স্কুল অফ ইকনমিক্সে একসঙ্গে পড়াশোনা করতেন। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন পরিণীতি-রাঘব। কিছু কিছু ক্ষেত্রে দু’জনের মিল তাদের পরস্পরকে কাছে টেনেছিল।

কিছুদিন আগে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়।

সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়। বিয়ে করলে সে খবর জানানোর আশ্বাসও দিয়েছিলেন এই রাজনীতিবিদ।

অবশ্য তিনি না জানালেও এমন খবর কি আর চাপা থাকে? শনিবার থেকেই রাঘবের বাড়িতে ছিল সাজ সাজ রব। একে একে রাঘবের বাড়িতে এসে পৌঁছান অতিথিরা। সবার সামনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন পরিণীতি-রাঘব।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!