• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

মনে হচ্ছে পৃথিবীটা শূন্যতায় ভরে গেল: রোজিনা


বিনোদন প্রতিবেদন মে ১৫, ২০২৩, ০২:৪৮ পিএম
মনে হচ্ছে পৃথিবীটা শূন্যতায় ভরে গেল: রোজিনা

ঢাকা : ‘শুধু আমার নায়ক নন, ফারুক ভাই ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক। আজ সকালে যখন তার চিরবিদায়ের খবরটি পেলাম, কান্না চেপে রাখতে পারিনি। বুকের ভেতর হাহাকার করে উঠল। মনে হচ্ছে পৃথিবীটা শূন্যতায় ভরে গেল।’

চিত্রনায়ক ফারুকের মৃত্যুর খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন অভিনেত্রী রোজিনা।

টেলিফোনে কথাগুলো বলার সময় কাঁদছিলেন নায়িকা। বললেন, আমাদের মিয়াভাই অবশেষে চলেই গেল!

সোমবার (১৫ মে) সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন   মারা যান ফারুক। তার বয়স হয়েছিল ৭৪ বছর আট মাস।

ঢাকাই ছবির ‘লাঠিয়াল’খ্যাত এই নায়কের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন রোজিনা। এর মধ্যে রয়েছে হাসু আমার হাসু, মান অভিমান, সুখের সংসার, সাহেব, শেষ পরিচয়সহ অনেক সিনেমা। সবই ছিল সামাজিক গল্পের সিনেমা। বাঙালি মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সিনেমাগুলো বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন।

ফারুককে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রোজিনা বলেন, ’নায়ক বলি বা সহশিল্পী বলি— ফারুক ভাই সাংঘাতিক রকমের একজন কর্মঠ মানুষ ছিলেন। মুখের ওপর সত্য কথাটা বলে দিতে পারতেন। এমন স্বভাবের মানুষ খুব কমই দেখেছি। চলচ্চিত্রের দুর্দিনে তিনিই তো হুংকার দিয়ে এফডিসিতে এগিয়ে এলেন। সবাইকে এক করে নতুন করে কাজের উদ্যম দিলেন।’

‘ফারুক ভাই সিঙ্গাপুরে চিকিৎসারত ছিলেন। তবু মনে হতো তিনি আমাদের পাশে আছেন, কিন্তু এখন তো চিরতরে চলে গেলেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শক্তিমান এক অভিভাবক হারাল। এমন বলিষ্ঠ অভিভাবক আর আসবে না। যেখানেই থাকুন ভালো থাকুন ফারুক ভাই।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!