Menu
ঢাকা : টালিউড-বলিউডের মতো ঢালিউড তারকারাও রাজনীতিতে ভিড়ছেন। রাজনীতিবিদ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আফিয়া নুসরাত বর্ষাও।
ব্যক্তিজীবনের নেত্রী হওয়ার ইচ্ছে আছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নে বর্ষা বলেছেন, মাঝে মাঝে তো ইচ্ছে করেই যে, আমিও নেত্রী হই। সমাজের মানুষদের একটু সেবা করি।
তিনি বলেন, আমাদের দেশে হাজার হাজার মেয়ে পলিটিশিয়ান রয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো— আমাদের দেশের যিনি মুকুট, মধ্যমণি যিনি, আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী। তাকে দেখে অনেক ভালো লাগে। যখন তিনি দেশ, সমাজ, নারী ও শিশুদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেন, তখন মনে হয়— আমিও বাংলাদেশের রাজনীতি অঙ্গনের কোথাও ছোট্ট একটি জায়গায় থেকেও যদি সমাজের জন্য কিছু করতে পারতাম, তা হলে ভীষণ ভালো লাগত। আবার অনেক সময় অনেক ইস্যু থাকে যে দুর্নাম হয়। তখন মনে হয়, যেটা আমি করিনি, সেটা দেখা যাবে আমার ঘাড়েই আসবে। কিন্তু ইচ্ছে আছে, দেখা যাক।
সর্বশেষ গত ঈদুল ফিতরে অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। চলতি বছরই মুক্তি পাবে তাদের ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমাটি।
সোনালীনিউজ/এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT