• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শাহরিয়ার কবিরের মেয়ের মৃত্যু, বিব্রত অভিনেত্রী সাফা কবির


বিনোদন ডেস্ক জুন ৯, ২০২৩, ০৫:৪৫ পিএম
শাহরিয়ার কবিরের মেয়ের মৃত্যু, বিব্রত অভিনেত্রী সাফা কবির

ঢাকা: ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বনানীর একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এদিকে কিছু সংবাদমাধ্যম শাহরিয়ার কবিরের মেয়ের নাম সাফা কবির উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। পরে ভুল বুঝতে পেরে তারা সংশোধন করে নেয়। আর ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়েছেন মডেল-অভিনেত্রী সাফা কবির।

ফেসবুকে তিনি লেখেন, ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’

এদিকে মেয়ের মুত্যুতে ভেঙে পড়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির। এরআগে ২০২০ সালের ১৩ জানুয়ারি মারা যান শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!