• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পর্নকাণ্ডে অভিযুক্ত গহনা এবার বিয়ের আসরে,দম্পতির ছবি ভাইরাল


বিনোদন ডেস্ক জুন ১৩, ২০২৩, ০১:৪৯ পিএম
পর্নকাণ্ডে অভিযুক্ত গহনা এবার বিয়ের আসরে,দম্পতির ছবি ভাইরাল

ঢাকা : বিয়ে সারলেন গহনা বশিষ্ঠ। ‘গন্দি বাত’ নায়িকার বিয়ের ছবি দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। চুপিসারে ছোট অনুষ্ঠান করে বিয়ে করলেন তিনি। পাত্র, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফায়জন আনসারি।

অভিনেত্রী-মডেলের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ফায়জন ও গহনা বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্ক নাকি একেবারেই লোকদেখানো নয়। প্রবল প্রেমে পড়েই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বদম্পতির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রাজ কুন্দ্রা যখন পর্নকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, গহনা তখন তাঁর সমর্থন করেছিলেন। তার আগেই যদিও তিনিও একই অভিযোগে হাজতবাস করে এসেছিলেন।

অভিযোগ, দু’জনে যৌথভাবে পর্ন ভিডিও বানিয়ে ওয়েবসাইটে আপলোড করতেন। অ্যাডাল্ট তারকা হিসেবে পরিচিত গহনা নিজের পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, ‘‘আমরা অ্যাপের জন্য যা বানাই সেগুলি কোনওভাবেই পর্ন নয়। ওটিটি-তে তো এসবই বানিয়ে দেখানো হয়। তবে আমাকে বা রাজকে টার্গেট কেন করা হচ্ছে?’’

এবার সেই গহনা সব অন্ধকার অতীত ভুলে বিয়ে করে সংসার পাততে প্রস্তুত। সঙ্গী হলেন ফায়জন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!