ঢাকা : ভক্তদের ভিড় ঠেলে বের হতে গিয়ে রীতিমতো অস্বস্তির মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ভিড়ের মধ্যে কয়েকজন অভিনেত্রীর গায়ে হাত দিতে শুরু করেন যাতে রীতিমতো অস্বস্তির মুখে পড়লেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে দুবাই পৌঁছান দিশা আর সেখানেই এ ঘটনা ঘটে। একটু খোলামেলা পোশাক পরার কারণে আরও একটু বেশি বিপাকে পড়লেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এক ঝাঁক ভক্তদের মাঝখানে পড়েছেন দিশা। ভিড় এতটাই ছিল যে দিশা একেবারে অস্বস্তি পড়ে যান। দিশার গায়ে অনেকের অনাকাঙ্ক্ষিত স্পর্শ। এমনিতে দিশা ভক্তদের সঙ্গে ভাল ব্যবহারই করে থাকেন। তবে এবারটা যেন বিরক্তই হলেন তিনি।
সম্প্রতি দিশাকে দেখা গিয়েছিল ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে। বক্স অফিসে ছবি হিট না করলেও, দিশার অভিনয় প্রশংসিত হয়। সম্প্রতি তাকে অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে প্রি বার্থডে সেলিব্রেশন করতে দেখা যায়। দিশার হাতে এখন বেশ কিছু দক্ষিণী ছবির কাজ রয়েছে। তবে দুবাইয়ের এই ঘটনা নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন দিশা।
সোনালীনিউজ/এমটিআই