• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভক্তদের একটাই কথা, ‘জায়েদ ভাই, দেশ ছাড়ছেন কবে’


বিনোদন প্রতিবেদক জুন ১৪, ২০২৩, ০৩:৩৪ পিএম
ভক্তদের একটাই কথা, ‘জায়েদ ভাই, দেশ ছাড়ছেন কবে’

ঢাকা : ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। যখন ঘোষণা করা হলো তিনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তখন থেকেই সেখানকার ভক্ত ও পরিচিত অনেকেই তাকে ফোন দিচ্ছে বলে জানান তিনি।

জায়েদ বলেন, ‘আমাকে নিয়ে ভক্তদের আগ্রহ কেমন, সেটা ফেসবুকে গেলেই বুঝতে পারবেন। যে কারণে যখন ঘোষণা করা হলো আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছি, তখন সেখানকার ভক্ত ও পরিচিত অনেকেই ফোন দিচ্ছে। তাদের একই কথা, “জায়েদ ভাই, দেশ ছাড়বেন কবে?” আমি তাদের বলেছি, শিগগিরই দেখা হবে। ঈদের আগেই সেখানে যাব।’

তিনি আরও বলেন, ‘এখন বিভিন্ন অনুষ্ঠানে গেলে সবাই আমাকে ঘিরে ধরে, ব্যক্তিগত বিষয়ে কথা বলে। সেগুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না। এখন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেখানে হয়তো নাচ–গান বা অন্য কোনো পারফরম্যান্স থাকবে। সব মিলিয়ে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিয়ে আমি খুবই এক্সাইটেড।’

পবিত্র ঈদুল ফিতরের পর থেকে প্রেম, বিয়ে ও ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন জায়েদ খান। তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা—দুটিই রয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!