Menu
ঢাকা: প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (১৪ জুন) ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। যার ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘মাশা আল্লাহ’।
ছেলের সঙ্গে মাহির সেই ছবিতে মন্তব্য করেছেন শোবিজ অঙ্গনের বহু তারকারা। অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘ছোট সরকার সাহেব কি খুশি, মাশা আল্লাহ’। অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ‘মাশা আল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক।’
গত ২৯ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন মাহিয়া মাহি। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার। এরপর থেকেই ফারিশের মুখদর্শনের জন্য মুখিয়ে ছিলেন মাহির ভক্তরা।
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি।
সোনালীনিউজ/আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT