ঢাকা: বছর দুয়েকেরও বেশি সময় আগে প্রেমের জন্য উন্মুখ হয়ে অপেক্ষায় থাকার ইঙ্গিত দিয়েছিলেন চিত্র নায়িকা অধরা। এর পর কেটে গেছে অনেক সময়। পার হয়েছে বসন্ত। তবু ধরা দেয়নি প্রেম, জীবনে আসেননি কোনো প্রেমিক পুরুষ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ওয়ালে ঘুরলে অবশ্য এ রকমই মনে হচ্ছে। সোমবার (১৯ জুন) ভর দুপুরে অধরা খান লিখেছেন সে আকাঙক্ষার কথা। অধরা লিখেছেন, ‘একটা কড়া প্রেম করতে ইচ্ছা করতেছে!’
পোস্টের শেষে বিস্ময়ের যে চিহ্ন, তাতেই মনে হয় তার ভক্তদের মতো তিনিও বিস্মিত এখনও প্রেম নেই বলে।
২০১৬ সালে ‘পাগলের মতো ভালোবাসি’ নামে সিনেমার মাধ্যমে শুরু হয় অধরার যাত্রা। এ প্রজন্মের নায়িকা বলে পরিচিত তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত ছবি ‘সুলতানপুর’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অধরা। এর আগে মুক্তি পায় তার তিনটি সিনেমা।
ঘুরেফিরে অবশ্য প্রেমের কথাই বলেন অধরা। কখনও ফেসবুক, কখনও গণমাধ্যমের সঙ্গে বলেন এ কথা । ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তেমন কাউকে পেলে অবশ্যই পাগলের মতো ভালোবাসতে চাই আমি।
গত ২৯ মে আরেক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সারাক্ষণ প্রেমেই তো থাকি। প্রেম জিনিসটা আমার কাছে অদ্ভুত সুন্দর ভালোলাগা অনুভূতি। প্রেম শব্দটা শুনলেই খুব ভালো লাগে। আর সর্বশেষ ফেসবুকের ওয়ালেও প্রেমের আকাঙক্ষার কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন নায়িকা।
সোনালীনিউজ/আইএ