• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শাকিব খানের জন্য কাঁদলেন নায়িকা বুবলী (ভিডিও)


বিনোদন ডেস্ক জুন ১৯, ২০২৩, ০৫:০৬ পিএম
শাকিব খানের জন্য কাঁদলেন নায়িকা বুবলী (ভিডিও)

ঢাকা: ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলীর মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা অস্পষ্ট। শাকিব বারবার বলেছেন, বুবলী তার জীবনে অতীত হয়ে গেছেন। অন্যদিকে বুবলী নিজেকে শাকিবের ঘনিষ্ঠ হিসেবে প্রমাণের চেষ্টা জারি রেখেছেন।

তবে তাদের সংসার যে বিচ্ছেদের পথে, তা সহজেই আঁচ করা যায়।

শাকিব বর্তমানে নতুন সিনেমা ‘প্রিয়তমা’ নিয়ে ব্যস্ত। এই ছবির শুটিংয়ের ফাঁকে ক’দিন আগে অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের ভিডিও কনটেন্টে হাজির হয়েছেন, নানান বিষয়ে কথা বলেছেন তিনি।

এবার জয়ের ক্যামেরায়, প্রশ্নের সামনে বুবলী। বিভিন্ন বিষয়ে আলাপ শেষে শাকিব ইস্যু উঠে আসে। আর সেটার অংশটুকু নিজের ফেসবুক পেজে উন্মুক্ত করেছেন সঞ্চালক জয়।

এতে শাকিবকে শেষবারের মতো একটি অনুরোধ করেছেন বুবলী। কাঁদতে কাঁদতে বললেন, ‘আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনও মিথ্যা অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তারপরও আমি চেষ্টা করেছি, সব কিছু ঠিক করার। কিন্তু কিছুই হয়নি। আমি চাই আপনি নিজের মতো ভালো থাকুন। তবে আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।’

কান্নাজড়ানো কণ্ঠে বুবলী আকুতি, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি! আমাকে খুব ভালো করে চেনেন আপনি। কেন এগুলো করছেন, আমি জানি না। আপনার যদি কোনও সিদ্ধান্ত থাকে, সেটা নিজের মতো করে নিন। কোনও অসম্মান নিয়ে আমি কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সবসময় বলেন, শেহজাদের মা কিংবা আপনার ওয়াইফকে সম্মান করেন। কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করছেন, সেটা কি ঠিক হচ্ছে? একটা রুমে, একা বসে একটু চিন্তা করবেন; শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!