ঢাকা : চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে ‘লিপস্টিক’ নামে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিকের। পরিচালকের পক্ষ থেকেই এ নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসা হচ্ছে না তার। যার ফলে সিনেমাটি থেকে বাদ পড়েছেন।
দর্শনা বণিকের পরিবর্তে এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি। ১৮ জুন ‘লিপিস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির গল্পকার আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান।
আব্দুল্লাহ জহির বাবু বলেন, ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি।
পূজা চেরি বলেন, ‘লিপস্টিক ছবির গল্পের কারণেই এতে চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক।’
আগামী ২০ জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।
সোনালীনিউজ/এমটিআই