• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

শাকিবের ‘বৃদ্ধ লুকের’ জন্য মেকআপ টিমের সময় লেগেছে ১৫ দিন


বিনোদন প্রতিবেদক জুন ২২, ২০২৩, ০২:৩৭ পিএম
শাকিবের ‘বৃদ্ধ লুকের’ জন্য মেকআপ টিমের সময় লেগেছে ১৫ দিন

ঢাকা : এক লুক দিয়েও যে সব আলো নিজের দিকে কেড়ে নেওয়া যায়, সেটাই যেন করে দেখালেন শাকিব খান। ‘প্রিয়তমা’ সিনেমার একটি দৃশ্যের জন্য প্রস্থেটিক মেকাপে হাজির হন তিনি। যেখানে তাকে দেখা যায় বৃদ্ধ বেশে। ২৪ বছরের ক্যারিয়ারে এমনভাবে আগে দেখা যায়নি এ তারকাকে। যার দরুণ, চমকে গিয়েছে ভক্তদের পাশাপাশি গোটা ইন্ডাস্ট্রি!

সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ জানান, ছবিতে শাকিবের বৃদ্ধ অংশটুকু নিয়ে কিছুটা দোটানায় ছিলেন। কারণ, শাকিব খানকে এমন রূপে আগে দেখা যায়নি।

ছয়–সাত মিনিটের এই অংশ করতে শাকিব খান রাজি হবেন কি না, সেটা নিয়েও ভাবনা ছিল। কিন্তু চিত্রনাট্য পড়ে বৃদ্ধ অংশটুকু করতে দারুণ আগ্রহী হয়ে ওঠেন শাকিব। নিজে থেকেই বারবার তাগাদা দিতে থাকেন।

প্রথমে শাকিবের মুখমণ্ডলের মাপ নিয়ে একটি আবরণ তৈরি করা হয়। সেখানে চুল–দাড়ি বসিয়ে ঠিক করা হয় লুক। এরপর চরিত্রের সঙ্গে মানানসই করতে লুক পরীক্ষা করা হয়।

অচিরেই সিনেমার মধ্যমণি হয়ে ওঠে এই দৃশ্য। সামান্য একটা অংশের জন্য বড় বাজেট বরাদ্দ করতে হয়। তারপর প্রস্থেটিক রূপসজ্জায় দক্ষ বড় একটি মেকআপ টিমকে ১৫ দিনের মতো সময় দিতে হয়।

প্রথমে নেওয়া হয় শাকিবের মুখমণ্ডলের মাপ। সেভাবে একটি আবরণ তৈরি করা হয়। সেখানে চুল–দাড়ি বসিয়ে ঠিক করা হয় লুক। পরে চরিত্রের সঙ্গের মানানসই কি না, যাচাই করার জন্য লুক পরীক্ষা করা হয়।

রূপসজ্জাকর সবুজ খান বলেন, ‘পুরো শুটিংয়ে আমরা এই অংশটা নিয়ে চিন্তিত ছিলাম। কারণ, প্রস্থেটিক মেকআপ করাটা কঠিন। শুটিংয়ের সময় এই মেকআপ দিতে আমাদের প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা লাগত। এই মেকআপ তুলতেও আবার তিন ঘণ্টা সময় লেগেছিল। তিন দিন আগে থেকেই আমরা টানা এই মেকআপের সঙ্গে ছিলাম।’

নির্মাতা জানান, শাকিব খানকে দুই দিন সকাল সাতটা থেকে এই মেকআপ নিতে হয়। এটা অনেক ব্যয়বহুল। যে কারণে ঢালিউড সিনেমায় এ মেকআপের খরচ প্রযোজক বহন করতে চান না। কিন্তু আমরা কোনো ছাড় দিইনি। এই অর্থ দিয়ে অনায়াসে আমরা মারপিটের কয়েকটি দৃশ্য করতে পারতাম।

প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে পোস্টারটি ফেসবুকে ১ লাখ ৭০ রিঅ্যাকশন পায়। ২৯ হাজার মন্তব্য ও সাড়ে ৫ হাজার শেয়ার হয় শুধু শাকিব খানের ফেসবুক পেজ থেকে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!