• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন পরিচয়ে এলেন নোরা ফাতেহি


বিনোদন ডেস্ক জুন ২৪, ২০২৩, ০৩:৫১ পিএম
নতুন পরিচয়ে এলেন নোরা ফাতেহি

ঢাকা : অভিনেত্রী, নৃত্যশিল্পীর বাইরে নতুন এক পরিচয় সংযোজিত হল নোরা ফাতেহির নামের পাশে। সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। প্রযোজক হিসেবে অভিষেক হল তার। পাশপাশি গায়িকা নোরার প্রথম ভিডিও এল প্রকাশ্যে।

এর আগে গুরু রণধাওয়া, হার্ডি সন্ধু এবং রফতারের মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছেন নোরা। শুধু বলিউডের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন তিনি। জ্যাক নাইট এবং রেভ্যানির মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওতে নাচের দৃশ্যে তাকে দেখা গিয়েছে।

তবে এবার নোরার নিজের গাওয়া গানের ভিডিও এল প্রকাশ্যে, নাম ‘সেক্সি ইন মাই ড্রেস’। তার এই নতুন গানের প্রযোজক গায়িকা নিজেই। পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মরোক্কান পরিচালক। নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই গান। যদিও এর আগে বিশ্বকাপে মঞ্চে ‘লাইট দ্য স্কাই’ গানে গলা মেলাতে শোনা যায় তাকে।

নোরার এই পদক্ষেপের সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার। প্রাক্তন বিশ্বসুন্দরী হলিউডের প্রথম পা রাখেন মিউজিক ভিডিওর মাধ্যমে। তাহলে কি নোরারও পাখির চোখ হলিউড!

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!