ঢাকা : জিতু-নবনীতার সম্পর্ক নিয়ে চারপাশে জোরালো চর্চা। তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ যেন কোনভাবেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। কেউ কেউ তো জিতুকে বিঁধছেন ভয়ঙ্কর শব্দে। আবার কেউ কেউ জিতুর নতুন নায়িকা শ্রাবন্তীকে নিয়েও কটাক্ষ করছেন।
শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধেছেন জিতু। একসঙ্গে কয়েকটা ছবিতেই তাদের দেখা যাবে। বেশিরভাগের বক্তব্য একই, শ্রাবন্তীর সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন জিতু। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা! তবে, এই গুজবে মোটেই খুশি নন নবনীতা।
অন্তত প্রাক্তন স্বামীর চরিত্র নিয়ে কিছুই শুনতে চান না তিনি। সকলের ভুল ভাঙতে নিজেই হাজির হলেন সোশ্যাল মিডিয়ায়। দুজনের সম্পর্কের মাঝে এসে পড়েননি কোনও তৃতীয় ব্যক্তি। অন্তত শ্রাবন্তীর সঙ্গে জিতুর কোনও অবৈধ সম্পর্ক নেই।
লাইভে এসে নবনিটা বললেন, আমি বিচ্ছেদের কথা শোনানোর পর থেকে অনেকেই জিতুকে নিয়ে নানা কথা বলছে। এমনকি প্রসঙ্গ উঠছে শ্রাবন্তী দি-কে নিয়েও। আমি খুব আশাহত হয়েছি এই ঘটনায়। আমার সঙ্গে ওর সম্পর্ক বেজায় ভাল। শুধু তাই নয়, লন্ডনে শুটিং এর ফাঁকে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। খাওয়া-দাওয়া করেছি, আড্ডা মেরেছি। এই ঘটনার সঙ্গে শ্রাবন্তীর কোনও সম্পর্ক নেই।
নবনীতা সম্পর্কের ভাঙ্গাগড়ার ব্যখ্যা দিয়েই জানিয়েছিলেন, পরস্পরের সঙ্গে ভাল নেই তারা। শেষ তিন-চার মাস আলাদাই থাকছেন। আর যখন তারা একসঙ্গে ভাল নেই তখন আর কিছুই মানে রাখে না। সাফ জানিয়ে দিলেন, আমি কিন্তু জিতুর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি অনেক চিন্তা ভাবনা করেই। আমরা শান্তির কথা ভেবেই এই কাজ করেছি। এতে কারোর জোরাজুরি বা হস্তক্ষেপ নেই।
সোনালীনিউজ/এমটিআই