Menu
ঢাকা : ‘দশম অবতার’ নামে সৃজিত মুখার্জির একটি সিনেমা করার কথা ছিল শুভশ্রি গাঙ্গুলির। ছবিটির জন্য তিনি চূড়ান্তও ছিলেন। কিন্তু বর্তমানে অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় সিনেমাটি করা হচ্ছে না তার। তার পরিবর্তে সে সিনেমাটির প্রস্তাব গিয়েছে জয়া আহসানের কাছে।
বিনোদনভিত্তিক পোর্টাল ওটিটি প্লে’কে সৃজিত মুখার্জি জানান, জয়া চরিত্রটি করছেন। বর্তমানে তিনি পাণ্ডুলিপি পড়ছেন।
এই সিনেমা দিয়ে প্রায় ৫ বছর পর সৃজিতের সিনেমায় কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এ তারকা। এর আগে এই পরিচালকের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন জয়া আহসান। সেসময় এই পরিচালক-অভিনেত্রীর মধ্যে প্রেমের গুঞ্জন ছিল। যদিও সৃজিতের সঙ্গে প্রেমের খবর কোনওদিনই স্বীকার করেননি জয়া।
সোনালীনিউজ/এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT