• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তামিমের অবসরের ঘোষণা পরিবর্তনের আহ্বান চিত্রনায়ক সাইমনের


বিনোদন প্রতিবেদক জুলাই ৬, ২০২৩, ০৪:০৮ পিএম
তামিমের অবসরের ঘোষণা পরিবর্তনের আহ্বান চিত্রনায়ক সাইমনের

ঢাকা : সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছে এশিয়া কাপ ও বিশ্বকাপ এর আগে তামিম ইকবালের এ সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আবার কেউ কেউ বলছে সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল।

এর মধ্যে শোবিজ অঙ্গনের অনেকে বিষয়টি নিয়ে কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে। এদের মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি তামিমের অবসরের ঘোষণা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে তামিমের ছবি পোস্ট করে চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এশিয়া কাপ ও বিশ্বকাপ এর আগে এমন ঘোষনা আমি, আমরা চাই না। মানি না। আপনি এমন টা করতে পারেন তামিম ইকবাল। দেশের জন্য হলেও এই ঘোষণা পরিবর্তন করুন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!