ঢাকা : বেশ অনেকদিন ধরেই সরগরম বলিউড। শোনা যাচ্ছিল যে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলছেন বিটাউনের অন্যতম সেরা কাপল দীপবীর অর্থাৎ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের একসঙ্গে দেখতে পছ্ন্দ করে দর্শক, তা পর্দায় হোক বা পর্দার বাইরে। তবে রণবীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা উইশ পোস্ট না করাতেই ঐ জল্পনায় পড়ে সিলমোহর। এবার এই জল্পনার অবসান ঘটালেন রণবীর সিং।
৬ জুলাই ছিল রণবীরের জন্মদিন। সেই দিন সোশ্যাল মিডিয়া ভরে ওঠে শুভেচ্ছায়। শুধু একমাত্র দীপিকা তাকে কোনও শুভেচ্ছা জানাননি নেটপাড়ায়। এমনকি সেদিন কার্যত দেখাই যায়নি সোশ্যাল মিডিয়ায়। সেখানেই থেকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে রণবীর ও দীপিকার মধ্যেকার দূরত্বের খবর।
সবাইকে রীতিমতো চমকে দিয়ে জল্পনা, গুঞ্জন সব হাওয়ায় উড়িয়ে দিলেন রণবীর নিজেই। আসলে জন্মদিনে আলিবাগে ঘুরছিলেন দীপবীর।
জন্মদিনে ছোট্ট ভ্যাকেশনে আলিবাগে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেখানেই কোয়ালিটি টাইম কাটাচ্ছিলেন তারা। সোশ্যাল মিডিয়াকে নয়, রণবীরকেই গোটা দিনটা দিয়ে দিয়েছিলেন দীপিকা। সেখান থেকেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন রণবীর। সেই ছবিতে দেখা যাচ্ছে, বর্ষা উপভোগ করছেন দুই তারকা। সামনে বিস্তৃত জলরাশি আর একটি জাহাজে রয়েছেন তারকা দম্পতি। সেখান থেকেই বৃষ্টি চুটিয়ে উপভোগ করছেন তারা। দুজনের মুখে হাসিই জানান দিচ্ছে, একসঙ্গে তারা কতটা সুখী।
সেই ছবি পোস্ট করে রণবীর লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ, জন্মদিনের শুভেচ্ছার জন্য। সঙ্গে লাল হার্টের ইমোজি।’ এই ছবি পোস্টের কিছু ঘণ্টা পড়েই দীপবীরকে মুম্বাই ফেরত আসতে দেখা যায়। পাপারাৎজিদের ফ্রেমবন্দি হন দুজনে। রণবীরকে দেখা যায় ফ্রন্ট সিটে আর দীপিকা ছিলেন ব্যাক সিটে।
সোনালীনিউজ/এমটিআই