ঢাকা : ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বর্তমানে সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। পরিবার ও ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এ তারকা।
পর্দা থেকে দূরে থাকলেও সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় ওমর সানী। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন, সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং ক্যারিয়ার সম্পর্কিত কথা বলতে দেখা যায় তাকে। এবার এক পরামর্শ দিতে দেখা গেল তাকে।
বুধবার (১২ জুলাই) রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘ঈদ গেছে, এবার আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন আমাদের সিনিয়ররা।’
‘রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরীদি–এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত।’
এ নায়ক আরও লেখেন, ‘এক ঈদের স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’
প্রসঙ্গত, ১৯৯২ সালে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল ওমর সানীর। নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার মৌসুমীর বিপরীতে অভিনয় করেন ওমর সানী। নায়কের ভূমিকার পাশাপাশি খলনায়ক হিসেবেও দেখা গেছে এই অভিনেতাকে।
সোনালীনিউজ/এমটিআই