• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

১১ বছর বয়সেই কোটি টাকা পারিশ্রমিক, যেভাবে খরচ করল সিতারা


বিনোদন ডেস্ক জুলাই ১৭, ২০২৩, ০৩:৩০ পিএম
১১ বছর বয়সেই কোটি টাকা পারিশ্রমিক, যেভাবে খরচ করল সিতারা

ঢাকা : মডেলিং করে বিপুল অর্থ উপার্জন করা যায়। তবে এত অল্প বয়সে বিশাল অংকের পারিশ্রমিক! এমনটি বোধহয় আর কখনই শোনা যায়নি।

স্কুলে পড়ার বয়সেই কাঁড়ি কাঁড়ি অর্থ কামাই করছে খুদে মডেল সিতারা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক কোটি ৩০ লাখ। সম্প্রতি একটি জুয়েলারি হাউসের বিজ্ঞাপনের জন্য এক কোটি টাকা নিয়ে নতুন রেকর্ডও গড়েছে সে।

তবে জীবনের প্রথম উপার্জন কোনো বাজে খরচ করেনি সিতারা। বরং গোটা টাকাটা দান করেছে স্বেচ্ছাসেবী সংস্থাকে। এই টাকা খরচ হবে সমাজের দুস্থ মানুষের কল্যাণে।

জি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জুয়েলারি হাউসের গহনার নতুন কালেকশনের নাম ‘সিতারা কালেকশন’। সেই গহনার কালেকশনের বিজ্ঞাপনের মডেলও শুট করেছে সিতারা।

ইতোমধ্যে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডে মুখ দেখা গেছে সিতারার। তবে সে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা মহেশ বাবুর মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১৩ লাখের কাছাকাছি অনুরাগী সিতারার।

সদ্য মডেলিংয়ের কাজ শুরু করেছে। একটি নামি গহনার ব্র্যান্ডের প্রচারমুখ হয়েছে সিতারা। জীবনের প্রথম কাজ, তার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছে তারকা কন্যা। তবে এত অর্থ সিতারা খরচ করবে কীভাবে?

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিন টাইমস স্কয়ারের বিলবোর্ডে দেখা যায় মহেশকন্যাকে। তার পর থেকে শুভেচ্ছায় ভাসছে সে।

জানা যায়, সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা তার বাবা দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু ও মা নব্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকর।

ভবিষ্যতে বাবার মতো সিনেমায় আসার ইচ্ছে এই কিশোরীর। সেই মতো প্রস্তুতিও নাকি শুরু করেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!