• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘শাকিবকে নিয়ে অপুর বক্তব্যে শিল্পীরা আঘাত পেয়েছে’


বিনোদন ডেস্ক জুলাই ২৩, ২০২৩, ০৩:৪১ পিএম
‘শাকিবকে নিয়ে অপুর বক্তব্যে শিল্পীরা আঘাত পেয়েছে’

ঢাকা : ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের কারণে গত কয়েক বছর ধরে খবরের শিরোনাম হচ্ছেন। শাকিব-অপু-বুবলী বিষয় এখন সামাজিকমাধ্যমে আলোচিত ইস্যু। অপু শাকিবের বিচ্ছেদ ঘটলেও সাম্প্রতিক সময়ে ফের সংসার গড়ার গুঞ্জন উঠেছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সম্প্রতি অপু বিশ্বাস একটি অনুষ্ঠানে বলেছেন, শাকিব খানের নাম নিলেই যে কোনো শিল্পী ভাইরাল হয়। আর ঢালিউড কুইনের এ মন্তব্যকে নেতিবাচকভাবে নিয়ে তার (অপু বিশ্বাস) নাম উল্লেখ না করে কদিন আগেই ফেসবুকে নিজের মতামত জানান চিত্রনায়িকা রত্না কবির।

সংবাদমাধ্যমে চিত্রনায়িকা রত্না কবির বলেন, আমরা ভাইরাল সময়ের শিল্পী না। এমন শিল্পী, যাদের টিকিট কেটে হলে গিয়ে না দেখলে দেখা সম্ভব হতো না। কিন্তু এখন শিল্পী দেখা সহজ। আগে একজন শিল্পীকে দিয়ে কোনো প্রচার করতে লাখ-লাখ টাকা গুনতে হতো।

এ অভিনেত্রী বলেন, এখন আমরা নিজেদের এতটা সস্তা করেছি, কিছু শিল্পী যেখানে-সেখানে রেস্টুরেন্টে গিয়ে ছবি পোস্ট করে ফ্রিতে প্রচার করে। এতে নিজেরাই নিজেদের সস্তা করছে। শিল্পীদের মান শিল্পীরাই কমিয়ে আনছে, নষ্ট করছে। এই কমিয়ে আনায় যেন অন্য শিল্পী আঘাত না পায়।

এ ছাড়া অপুর মন্তব্যে শিল্পীসত্তায় আঘাত লেগেছে বলে মনে করেন অভিনেত্রী রত্না কবির। তিনি বলেন, শিল্পীরা শব্দ উল্লেখ করে কখনো কোনো নেতিবাচক শব্দ উচ্চারিত হলে, যেহেতু নিজেও একজন শিল্পী, তখন শিল্পীসত্তা কষ্ট পায়।

এখন কেউ কিছু বললে নেতিবাচকতা খুঁজে বেড়ায়। আমরা অনেক নায়িকা শাকিবের সঙ্গে কাজ করেছি। যখন বলা হয়, শাকিবকে দিয়ে ভাইরাল কিংবা আমাদের দিয়ে শাকিব ভাইরাল, তখন আমাদের কাছে এসব ভালো লাগে না। আমরা শিল্পী, প্রতিটি শিল্পীর সত্তা আছে।

ঢালিউড কুইন তার ওই মন্তব্য হয়তো কাউকে উদ্দেশ্য করে বলেছেন বলেও যোগ করেন রত্না কবির। তিনি বলেন, এখানে শিল্পীদ্বয় আঘাত পেয়েছে বলে মনে হয়েছে আমার কাছে। এ জন্য আমি বিনয়ের সঙ্গে বলেছি, শিল্পী হয়ে কোনো শিল্পীকে যেন ছোট না করে। কথাটি যদি একজন পেশাদার শিল্পী না বলে অপেশাদার শিল্পী বলত, তা হলে বিষয়টি এড়িয়ে যেতেন। কিন্তু নিজের ঘরের কেউ বলেছে, বিধায় মন্তব্যটি সম্মানে লেগেছে বলে জানান রত্না কবির।

এদিকে প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!