• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকায় এসে লুকিয়ে নিজের সিনেমা দেখলেন ইধিকা


বিনোদন ডেস্ক জুলাই ২৫, ২০২৩, ১২:৪০ পিএম
ঢাকায় এসে লুকিয়ে নিজের সিনেমা দেখলেন ইধিকা

ঢাকা : ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক ঘটে কলকাতার ইধিকা পালের। একটানা সময় দিয়ে সিনেমার শুটিং করে ফিরে যান কলকাতায়। এরপর সিনেমা মুক্তি পেলে তা দেখা হয়ে ওঠেনি তার!

নিজের প্রথম ছবিটি বাংলাদেশে এসে বড় পর্দায় দেখতে কলকাতা থেকে মা ও বোনকে সঙ্গে নিয়ে শুক্রবার ঢাকায় এসেছিলেন নায়িকা। নিজেকে লুকিয়ে অর্থাৎ মুখে মাস্ক পরে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখেন।

জানা গেছে, শনিবার স্টার সিনেপ্লেক্সের সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের শো দেখেন ইধিকা। সিনেমা দেখা শেষে তিনি আবার কলকাতায় ফিরেও গেছেন।

কলকাতা ফিরে অনুভূতি শেয়ার করে ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে ইধিকা লিখেন, ‘আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে বা ছদ্মবেশে করি। এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিও দেখে ফেললাম! যেখানে দর্শক ছিল পরিপূর্ণ।’

‘প্রিয়তমা’ পরিচালনা করেন হিমেল আশরাফ। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ঈদে মুক্তির পর মাত্র তিন সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে ‘প্রিয়তমা’।

সোনালীনিউজ/এমটিআই

 

 

Wordbridge School
Link copied!