• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন মাহফুজ


বিনোদন প্রতিবেদক জুলাই ২৫, ২০২৩, ০৩:২৯ পিএম
আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন মাহফুজ

ঢাকা : অভিনেতা জাহিদ হাসানকে নিয়ে এক আপত্তিকর মন্তব্য করেন মাহফুজ আহমেদ। এরপর নিজের ভুল বুঝতে পেরে অবশেষে ক্ষমা চাইলেন তিনি।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে মাহফুজ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি, ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। আমি ভুল করেছি তাই সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’

এর আগে একটি অনুষ্ঠানে জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মাহফুজ। অনুষ্ঠানে তিনি জানান, প্রয়াত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় তার চরিত্রে জাহিদ হাসানকে নিয়ে নেয়।

এই অভিনেতার ভাষ্য, ‘জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সব কিছু ফাইনাল ছিল। আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম বউয়ের কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’

তিনি আরও বলেন, ‘ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি, আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা তার স্বপ্নের ক্যারেক্টর। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত, মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম!’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!