• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাসরঘরে ছেলের বিছানায় মা, সোফায় ঘুমালেন স্ত্রী!


বিনোদন প্রতিবেদক জুলাই ২৬, ২০২৩, ০৪:৪৯ পিএম
বাসরঘরে ছেলের বিছানায় মা, সোফায় ঘুমালেন স্ত্রী!

ঢাকা : বাসরঘরে ছেলের সঙ্গে বিছানায় শুয়ে রয়েছেন মা। আর ছেলের বউ শুয়ে আছেন সোফায়। এমনই দৃশ্যের কিছু ছবি সোশ্যালে ছড়িয়ে পড়েছে।

দৃশ্যটি মূলত ভারতীয় টেলিভিশন জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের। সেসব ছবি আর সিরিয়ালের দৃশ্য সামনে আসতেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন ধারাবাহিকটির রুচি নিয়ে।

ছবিগুলো চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। আর সেখানে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি। একজন লিখেছেন, ‘মা ছেলের বুকের উপর শুয়ে আছে!!! বাসর ঘরের বিছানায়!! বুঝলাম না ব্যাপারটা’। অন্য একজন লেখেন, ‘এ কেমন বাসরঘর!’

আরও একজন লেখেন, ‘এইসব চ্যানেল সিরিয়াল না, যাত্রা বানাচ্ছে। এই সমস্ত সিরিয়াল বন্ধ করা হোক।’

যে দৃশ্যটি সোশ্যালে ভাইরাল হয়েছে সেই পর্বটি প্রচারিত হয়েছে মঙ্গলবার। এরপর থেকেই সেটি নিয়ে বিতর্কের মুখে পড়েছে জি বাংলা। অনেকের মতে, মা ও ছেলের সম্পর্ককে এরকম নোংরামিতে পরিণত করা ঠিক নয়। এই সিরিয়াল বন্ধ করে দেওয়ার দাবী জানিয়েছেন তারা।

যদিও এসব বিতর্ক নিয়ে সিরিয়ালটির নির্মাতা বা চ্যানেলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে অভিনয় করেছেন মানালি দে, স্নেহা, বাসবদত্তা চট্টোপাধ্যায়, রীতা দত্ত, কুয়াশা বিশ্বাস, সৃজনী মিত্র প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!