• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফের মা হতে যাওয়ার ইঙ্গিত দিলেন মাহি


বিনোদন প্রতিবেদক জুলাই ৩০, ২০২৩, ০২:৫০ পিএম
ফের মা হতে যাওয়ার ইঙ্গিত দিলেন মাহি

ঢাকা : ফের মা হতে যাওয়ার আভাস দিয়েছেন চার মাস আগে মা হওয়া চিত্রানায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির একটি পোস্টেই এমন ইঙ্গিত দিলেন এই চিত্রনায়িকা। নিজের ফেসবুকে মাহি লিখেছেন, ‘তুমি আমি আর আমাদের ২টা ফুল।’ এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে তার সহকর্মী ও নেটিজেনরা অভিনন্দনে ভাসাচ্ছেন তাকে।

নেটিজেনদের ধারণা করছেন দুটি ফুল বলতে ছোট্ট ছেলে মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন তিনি।

মাহির সেই পোস্টে এক মন্তব্য অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন, একসঙ্গে দুজনকে দেখতে আসবো।’

চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘যা ভাবছি যদি তাই হয়, তাহলে অভিনন্দন।’ সাফি উদ্দি সাফি নামের একজন নির্মাতা লিখেছেন, ‘অভিনন্দন, এবার কইন্যা।’ এমন বিভিন্ন মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তবে খোলাসা করে কোনো মন্তব্যের উত্তর দেননি মাহি।

চলতি বছরের ২৮ মার্চ পুত্র সন্তানের মা হন মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন এই নায়িকা। বিয়ের দেড় বছরের মাথায় সন্তানের জন্ম দেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!