ঢাকা : যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’। এরমধ্যে সিনেমাটি দেখেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, যিনি শাকিবের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘রাজকুমার’-এ জুটি বাঁধবেন। তিনি জানিয়েছেন, সিনেমাটি তার খুব ভালো লেগেছে। এমনটা জানালেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ।
রোববার (৬ আগস্ট) রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কাল হঠাৎ করেই মেসেজ এলো—‘আমি তোমাদের ফিল্মটা দেখেছি!’। ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো। আর লিখলো, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বললো। বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে।’
হিমেল আশরাফ আরও লিখেন, যে কারণে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন ১০০%।
গতবছর ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। ছবিটির মধ্য দিয়ে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন কোর্টনি কফি। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।
এমটিআই