• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
নারীরা কিসে আটকায়?

‘কাউকে আটকানোর চেষ্টা করবেন না, এসব ক্ষ্যাত আলোচনা’


বিনোদন প্রতিবেদক আগস্ট ৭, ২০২৩, ০১:৫৪ পিএম
‘কাউকে আটকানোর চেষ্টা করবেন না, এসব ক্ষ্যাত আলোচনা’

ঢাকা : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি তাদের ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন। এমন ঘটনায় বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বেশ সরগরম।

সেই সূত্রের রেশ ধরে সোশ্যালে একটি পোস্ট ঘুরছে। যেখানে লেখা, ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে। কোনও কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’

অনেকে প্রাসঙ্গিক এই মন্তব্যকে সমর্থন দিলেও কেউ কেউ এর বিপক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলো দুই অভিনেত্রীও। তারা হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও অভিনেত্রী সোহানা সাবা।

সোমবার (৭ আগস্ট) রাত প্রায় দুইটার দিকে নুসরাত ফারিয়া তার সোশ্যাল হ্যান্ডেলে লিখলেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না..।’

অন্যদিকে সোহানা সাবা একই দিন সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিয়ে পোস্ট করলেন। তার মতে, ‘মেয়েরা আসলে কিসে আটকায় জানেন? না জেনে থাকলে শোনেন, ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করবেন না; খুব ক্ষ্যাত এসব আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নি:স্বার্থের মতো ভালোবেসে যান। তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না। আর তারপরেও যদি ‘সে’ চলে যায়, তাহলে বুঝে নেবেন, সে কোনও দিন আপনার ছিলোই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্য ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকেন্সি’র জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।’

এতে সিনেমার প্রসঙ্গ জুড়ে দিয়ে সোহানা সাবা বলেন, ‘আমাদের সিনেমা হলের দর্শকরা কিসে আটকায়? শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায় অথবা ‘পাবলিসিটি স্টান্ট’-এ আটকায়। আমার অভিনীত সিনেমা ‘অসম্ভব’-এ তো শাকিব খান নাই। কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা-পরিবারের কথা-যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুণী শিল্পীর সেরাটা দেওয়ার চেষ্টা আছে। এবার আমি সত্যিই আশাবাদী, দর্শকরা সিনেমা হলে আসলে আটকে পড়বেই পড়বে।’

এমটিআই

Wordbridge School
Link copied!