• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সিনেমার সাফল্যে গাড়ি উপহার পেলেন ‘প্রিয়তমা’ পরিচালক 


বিনোদন ডেস্ক আগস্ট ২২, ২০২৩, ০৪:৪৩ পিএম
সিনেমার সাফল্যে গাড়ি উপহার পেলেন ‘প্রিয়তমা’ পরিচালক 

ঢাকা: দেশে সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে শাকিব খান অভিনীতি ‘প্রিয়তমা’ চলচ্চিত্রটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছবিটি মুক্তির পর এ পর্যন্ত প্রায় ৩৭ কোটি টাকা উপার্জন করেছে। 

সিনেমার এই দারুণ সাফল্যে ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফকে একটি গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।

এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন হিমেল নিজেই। গাড়ি উপহার পেয়ে শো-রুমের একটি ছবি পোস্ট করে এই নির্মাতা লিখেছেন, ‘ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া। প্রিয়তমার সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য।’

হিমেলের সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও নির্মাতা ও প্রয়োজকের এমন ভালো সম্পর্কের বেশ প্রশংসা করেছেন। তাদের কাছ থেকে আগামীতে আরও ভালো কিছু ছবির প্রত্যাশা করেছেন।

বাংলাদেশের বাইরে এখনও বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে ভালো ব্যবসা করেছে।

গত ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ৬টি স্টেটে চলছে ‘প্রিয়তমা’। এরপর  ১৮ আগস্ট থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ডের ১৩টি স্ক্রিনে চলছে শাকিব খানের সিনেমা। সব মিলিয়েই দারুণ ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে এটি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!