ঢাকা : কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে ‘ছায়াবাজ’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছেন জায়েদ খান। এমন খবর প্রকাশিত হয়েছিল চলতি মাসের শুরুর দিকে। তখন খবরটি ভুয়া বলে মন্তব্য করেছিলেন নায়ক। তবে এবার তিনি জানালেন, সিনেমাটি করছেন।
ছবির শুটিং করতে বুধবার (৩০ আগস্ট) দুপুরের একটি ফ্লাইটে ঢাকায় আসেন সায়ন্তিকা। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জায়েদ খান। তিনি জানান, ছবিটিতে অভিনয়ের জন্য দুইদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন।
জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘যখন খবর প্রকাশিত হয় তখন সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হয়নি দেখে না করেছিলাম। এখন চুক্তিবদ্ধ হয়েছি। সব কিছু কনফার্ম করার পরই নিশ্চিত করে জানালাম।’
তিনি আরও বলেন, ‘আজ দুপুরে সায়ন্তিকা ঢাকায় এসেছেন। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করি। আজই আমরা সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি। সেখানে টানা শুটিং করব।’
‘ছয়াবাজ’ সিনেমাটি নির্মাণ করবেন তাজু কামরুল। বাংলাদেশের একক প্রযোজনায় নির্মিত হবে ছবিটি।
সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা।
এমটিআই