Menu
ঢাকা: বাংলাদেশে নব্বই দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। বুধবার (৬ সেপ্টেম্বর) তার ২৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর এত বছর পরেও তিনি এখনো সমান জনপ্রিয়। আজও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও সতীর্থরা। তাদের কাছে সালমানের মৃত্যু এক বড় রহস্য।
বছর ঘুরে সালমানের বিশেষ দিনটি সামনে এলে যেন নিজেকে সামলে রাখতে পারেন না তার অধিকাংশ সিনেমার নায়িকা শাবনূর।
সালমান শাহর ২৭তম মৃত্যুবার্ষিকীতে সামাজিকমাধ্যমে এ অভিনেত্রী লেখেন, ‘কোথায় হারিয়ে গেলে সালমান? তোমার স্মৃতিগুলো আজও আমায় কাঁদায়।’
সালমানের আত্মার শান্তি কামনা করে শাবনূর আরও লেখেন, ‘অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। দীর্ঘ ২৭ বছর পর এখনো তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার অনুরাগীরা। যেখানে আছো, ভালো থেকো স্বপ্নের নায়ক। তোমার আত্মার মাগফেরাত কামনা করছি।’
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT